চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ
কর্মশালা ও চেক বিতরণ
চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা।
মঙ্গলবার দুপুরে জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে এই কর্মশালা হয়। জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।
অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য জারা জাবীন মাহবুব, সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম ফানসুর। এতে জেলার ৯০ জন উদ্যোক্তা অংশ নেয়। সংস্থার প্রশিক্ষন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রোগ্রামার তাসরিন সুলতানা, কম্পিউটার প্রশিক্ষক আসফাকুর রহমান, বিজনেস এ- ম্যানেজমন্ট ও ই কমার্স আবদুস সালাম, বিউটি ফিকেসনের প্রশিক্ষক আশা খাতুন, ক্যাটারিং প্রশিক্ষক ববি আকতার, ফ্যাসান ডিজাউন মোসাঃ নাহিদ নাহার, ইন্টোরিও ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট রঞ্জিত রায়সহ অন্যরা।
বিকেলে সংস্থার ৩০০ প্রশিক্ষনার্থীকে চেক তুলে দেয়া হয়। এসময় মোট ২৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad