শিবগঞ্জে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজারো মানুষের ঢল
চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি শিবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ উপজেলা চত্বরে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড্যাঃ সৈয়দ শাহিন শওকত।
আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায় মবিনুর রহমান মিয়া।
সদস্য সচিব হায়াত -উদ- দোলা, যুগ্ন আহবায়ক আজগর আলী,যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন অপু, , যুগ্ন আহবায়ক এরশাদ আলী বিশ্বাস,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আলী, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক কোষাধক্ষ্য আবুল কালাম আজাদসহ এছাড়াও, বিএনপি ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পাঁচ হাজারের অধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড্যাঃ সৈয়দ শাহিন শওকত বলেন, জনসাধারণের ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়েই এবার তারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি।
© All rights reserved © 2021 Chapai Sangbad