শিবগঞ্জে মরহুমা ফেরদৌস মহল এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
চাঁপাই সংবাদ ডটকম 🔳
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে
মরহুমা ফেরদৌস মহল এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হক।
ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটি সভাপতি মোহাম্মদ মনিমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা, ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ এমরান হোসেন,মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মোঃ আব্দুল মান্নানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা এবং আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মিরা।
ফেরদৌস মহল নারীদের শিক্ষার জন্য নিজ নামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন এবং নারীদের শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে ।
অনুষ্ঠানে শেষে মরহুমা ফেরদৌস মহল এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করে রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad